Asansol News: আসানসোলের মহিশীলা পাল পাড়ায় প্রতিমার মুখ চুরি কাণ্ডে চাঞ্চল্য। মৃৎশিল্পীর কারখানা থেকে দুটি দুর্গার মুখ ভেঙে নেওয়ার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। যদিও মুখ উদ্ধার হয় অন্য একটি কারখানা থেকে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।