calcutta university news: রাজ্যের শিক্ষা দফতরের চিঠির পরও বদলাল না সিদ্ধান্ত। কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দে সাফ জানান পরীক্ষা হবে ২৮ অগাস্টই। তিনি জানান 'তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের জন্য পরীক্ষার তারিখ পরিবর্তন হবে না'।