Delhi Turkman Gate Demolition : দিল্লির তুর্কম্যান গেট এলাকায় ফয়েজ-ই-ইলাহি মসজিদের পাশে বড়সড় উচ্ছেদ অভিযান চালাল প্রশাসন। ৩০টির বেশি বুলডোজার দিয়ে সরানো হলো অবৈধ নির্মাণ। উত্তেজনার আশঙ্কায় এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। জেসিবি দিয়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ এখনও চলছে। বিস্তারিত জানুন এই প্রতিবেদনে।