Ghatal News: পুজোর মুখে ফের জলমগ্ন ঘাটাল। শিলাবতীর জল বাড়ায় শহর ও ব্লকের বিস্তীর্ণ এলাকা প্লাবিত। থমকে গিয়েছে মণ্ডপ তৈরির কাজ। কোথাও আবার মণ্ডপ ডুবে জলের তলায়। পুজো ঘিরে উদ্যোক্তা ও স্থানীয়দের কপালে গভীর দুশ্চিন্তা।