gold investment: বিগত কয়েক বছরের মধ্যে সোনার দাম হঠাৎ করেই অনেকটা বেড়ে গিয়েছে। অনেকেই সোনায় বিনিয়োগ করে ভবিষ্যতে তা থেকে ভালো রিটার্ন পেতে চাইছেন। কিন্তু গয়না বা কয়েন কিনলে আদৌ লাভ হবে? কোথায় বিনিয়োগ সোনা থেকে সর্বাধিক লাভ পাওয়া যায়? সব প্রশ্নের উত্তর খুঁজেছই আমরা। আজ বিনিয়োগে বসতে লক্ষ্মী-র পর্বে আমরা সোনার বিনিয়োগ নিয়ে আলোচনা করব। সোনায় বিনিয়োগের সেরা উপায়গুলি জানাচ্ছি আজকের পর্বে।