Rajnath Singh US Tariff : 'ভারতের উন্নতি অনেকের সহ্য হচ্ছে না'। 'তারা নিজেদেরকে হর্তাকর্তা মনে করছেন'। 'যে গতিতে ভারত উন্নতি করছে, সহ্য হচ্ছে না'। 'একেবারেই ভালো লাগছে না ওদের'। 'ওরা ভাবছে, আমরা তো সবার বস'। 'পৃথিবীর কোনও শক্তি ভারতকে আটকাতে পারবেনা'। মন্তব্য প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-এর। ৫০ শতাংশ শুল্ক নিয়ে আমেরিকাকে কটাক্ষ রাজনাথের।