Bengali Migrant worker : মুম্বইয়ে বাংলা বলার কারণে বাংলাদেশি সন্দেহে আটক হন বিষ্ণুপুরের পরিযায়ী শ্রমিক বাবাই সর্দার। তাঁর খোঁজ পেতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মুম্বই পাঠানো হয় তৃণমূলের চার সদস্যের প্রতিনিধি দল। অবশেষে খোঁজ মিলেছে বাবাইয়ের।