Pakistan Train Hijack Update : বালুচ লিবারেশন আর্মি (বিএলএ) জাফর এক্সপ্রেস অপহরণ করে, ট্রেনের লাইন উড়িয়ে দেয় এবং যাত্রীদের বন্দি করে। পাকিস্তান সেনাবাহিনীর অভিযানে ৩৩ বিদ্রোহী নিহত ও ৩৫৪ জনকে উদ্ধার করা হয়। সংঘর্ষে ২৩ সেনা, ৩ রেলকর্মী ও ৫ যাত্রীসহ ৩১ জন নিহত হয়। বিএলএ দাবি করে তারা ২১৪ জনকে হত্যা করেছে, যদিও কোনো প্রমাণ দেয়নি। পাকিস্তান, ভারত ও আফগানিস্তানকে বিদ্রোহীদের মদদ দেওয়ার অভিযোগ করলেও, উভয় দেশ তা অস্বীকার করেছে।