
Jalpaiguri News: জলপাইগুড়িতে (Jalpaiguri) SIR-এর নামে বড় জালিয়াতি। BLO-র নাবালক ছেলের বিরুদ্ধে সই জালিয়াতির অভিযোগ। অসুস্থ মায়ের বদলে কিশোরটি বাড়ি বাড়ি গিয়ে ফর্ম সংগ্রহ করছিল বলে অভিযোগ। অভিযোগ ফর্ম রিসিভ করার সময় সে নিজেই মায়ের নাম সই করে দিচ্ছিল। এই ঘটনায় ক্ষুব্ধ বাসিন্দারা কিশোরকে আটকে রাখেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে হাজির প্রশাসন ও পঞ্চায়েত আধিকারিকরা।