
Kali Puja 2025: মালদার (Malda) চাঁচলে ভূত চতুর্দশীর রাতে অনুষ্ঠিত হল অনন্য কালীপুজো। এখানে পুজিত হন ১০ মাথা, ১০ হাত ও ১০ পা বিশিষ্ট মহাকালী। পুজো দেখতে ভিড় জমায় হাজার হাজার মানুষ। ২৪ বছর ধরে এই পুজোর আয়োজন করে আসছে স্থানীয় যুবক বৃন্দ কমিটি। পুজোর শেষে সকলের মধ্যে বিতরণ করা হয় খিচুড়ি অন্নপ্রসাদ।