West Bengal SIR Hearing: ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকায় অসুস্থ হয়ে পড়েন ৬৮ বছরের বৃদ্ধ। অসুস্থ অবস্থাতেই তাঁর কাছে SIR শুনানির নোটিস পৌঁছোয়। নাকে অক্সিজেনের নল গুঁজেই তিনি শুনানিতে হাজির হয়েছিলেন। পরিবারের অভিযোগ SIR নিয়ে প্রবল দুশ্চিন্তার কারণেই এই ঘটনা।