
Raidighi News Today : ফের মাঝ সমুদ্রে ডুবে গেল ট্রলার! অল্পের জন্য প্রাণে বাঁচলেন ১৩ জন মৎস্যজীবী। ভয়াবহ ঘটনাটি ঘটেছে শুক্রবার রায়দিঘি ঘাটে। মাঝ সমুদ্রে ইলিশ ধরে ফিরছিল ট্রলারটি। হঠাৎই ট্রলারের পাটাতন ফেটে ঢুকতে থাকে জল। পাশে থাকা দুটি ট্রলার এসে মৎস্যজীবীদের উদ্ধার করে। সব হারিয়ে ভেঙে পড়েছেন ট্রলারে মালিক।