mithun chakraborty bjp: ২৬-এর বিধানসভা ভোটের আগে মোদীর সভা থেকে তৃণমূলকে চ্যালেঞ্জ ছুঁড়লেন মিঠুন চক্রবর্তী। তিনি বললেন 'বুক চিতিয়ে ময়দানে নামছি, গুলি চালালে চালান'। পাশাপাশি পুলিশকে বললেন 'পারলে নিরপেক্ষ হয়ে দেখান'। দেখুন কী বলছেন সুপারস্টার মিঠুন।