
Nadia Latest News Today: দম্পতি কলহের চরম পরিণতি। ঘটনাটি ঘটে রাণাঘাটের (Ranaghat) দত্তপুলিয়ায়। অভিযোগ ভগ্নিপোতের সঙ্গে স্ত্রীর কথাবার্তা নিয়ে অশান্তির পরই ঘটে এই ঘটনা। স্থানীয়দের দাবি বিয়ের পর থেকেই চলছিল দাম্পত্য অশান্তি। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ।