
North Bengal: জলপাইগুড়ি (Jalpaiguri) ময়নাগুড়িতে (Mainaguri) ফের জাল লটারির রমরমা ব্যবসা। প্রতিষ্ঠিত সংস্থার নাম ব্যবহার করে চলছে প্রতারণা। ১২ টাকায় বিক্রি হচ্ছিল জাল টিকিট। দীর্ঘদিন ধরে চলছিল অবৈধ লেনদেন বলে অভিযোগ। থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে।