Narendra Modi: রাজস্থান সীমান্তে গিয়ে ফের পাকিস্তানকে হুঙ্কার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তিনি জানান 'আর একবার যদি জঙ্গি হামলা হয় তাহলে পাকিস্তানের করুণ অবস্থা করে ছাড়ব'। পাশাপাশি মোদী জানান 'পাকিস্তান ভারতের বিন্দুমাত্র ক্ষতি করতে পারেনি, উল্টোদিকে পাকিস্তানের নুরখান এয়ারবেস এখন ICU-তে'।