Hindu Protest in Bengal : কলকাতায় (Kolkata) বেলেঘাটার সরকার বাজার মাঠ এলাকায় সনাতনীদের উদ্যোগে 'ভাগবত পাঠ' অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। সেখানে ভাগবত পাঠ করছিলেন হিরন্ময় গোস্বামী মহারাজ। অভিযোগ তখন তাকে তৃণমূলের পক্ষ থেকে একটি চিরকুট দেওয়া হয় যাতে লেখা ছিল জয় শ্রীরাম, গোমাতার জয় ও ভারত মাতার জয় বলা যাবে না। এটি দেখে তীব্র প্রতিবাদ করেন হিরন্ময় গোস্বামী মহারাজ।