Samik Bhattacharya: শিবপুরে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। মঞ্চে দাঁড়িয়ে মমতাকে (Mamata Banerjee) সরাসরি আক্রমণ শমীকের। ‘যারা মশা মারতে পারে না তারা মোদী মারতে পারবে না’ ।