Santanu Sen News : হাইকোর্টে স্বস্তি পেলেন শান্তনু সেন। আপাতত ডাক্তারি করার ক্ষেত্রে আর বাধা রইল না। ৩ জুলাই দু'বছরের জন্য রেজিস্ট্রেশন বাতিল হয়েছিল। পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল বাতিল করেছিল রেজিস্ট্রেশন। শান্তনু সেনের 'এফআরসিপি গ্লাসগো' নামে বিদেশি ডিগ্রি বাতিল হয়েছিল। সোমবার হাইকোর্ট কাউন্সিলের সেই নির্দেশ খারিজ করল। এরপরেই সাংবাদিক বৈঠক করেন শান্তনু সেন। আপাতত তৃণমূল সাসপেন্ড করেছে শান্তনু সেনকে। এবার কী BJP-তে যোগ দেবেন? প্রশ্ন সাংবাদিকের। এবার সাফ জবাব দিলেন শান্তনু! কী জবাব দিলেন? বিস্তারিত দেখুন