SSC Scam News: SSC অফিসের নীচে বিক্ষোভে ফেটে পড়লেন চাকরিহারা যোগ্য প্রার্থীরা। টায়ার জ্বালিয়ে করা হয় তীব্র আন্দোলন। মিরর ইমেজ প্রকাশ ও যোগ্যদের বেতন চালুর দাবিত শিক্ষক মহলের। শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দিলেও উত্তপ্ত হয়ে উঠছে SSC ভবন চত্বর।