
Sukanta Majumdar Latest News : 'এক দেশ এক নির্বাচন' বিষয়ক ছাত্র সম্মেলনের মঞ্চ থেকে ফের বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। তাঁর দাবি, বাংলায় সুরক্ষা ও সুশাসনের স্বার্থে SIR কার্যকর করা জরুরি। এদিন নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) নিয়েও মত প্রকাশ করেন সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে বিদেশি নাগরিকত্ব আবেদনের মেয়াদ আরও ১০ বছর বাড়ানোয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি, নাগরিকত্ব আইনের সংশোধনকে বাস্তবায়িত করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও কৃতজ্ঞতা জানান।