Sukanta on MD Yunus : নরেন্দ্র মোদী ও ট্রাম্পের বৈঠকের পর এবার মোহাম্মদ ইউনুসের ভিসা বাতিল করতে চলেছে আমেরিকা। এই বিষয়ে সুকান্ত জানান 'নরেন্দ্র মোদী অনেক কুকুরের লেজ সোজা করেছেন ইউনুস আর কী ইউনুস ফানুস হয়ে যাবে'। এছাড়াও একহাত নিলেন তৃণমূল সরকারকে।