Suvendu Adhikari On Mamata Banerjee: সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মহেশতলা (Maheshtala) নিয়ে রাজ্য সরকারকে একহাত নিলেন শুভেন্দু। মমতা (Mamata Banerjee) ও অভিষেককে (Abhishek Banerjee) চরম তুলোধোনা শুভেন্দুর। ‘১৯৯৮-এ যখন মমতা ফাউফাউ করে ঘুরছিলেন তখন অটলজি ওঁকে আশ্রয় দেন’ । ‘অটলজি না থাকলে তৃণমূল দলটাই প্রতিষ্ঠিত হত না’ ।