Suvendu Adhikari: বাঁকুড়ার ওন্দায় আক্রান্ত বিজেপি নেতার পাশে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শাসক দলের পাশাপাশি হুমায়ুন কবীরকেও (Humayun Kabir) একহাত নিলেন শুভেন্দু। ‘বিজেপি এলে হুমায়ুনের নাম মুছে দেব’ । ‘কোনও মুঘল পাঠানের নাম লিখতে দেব না আমরা’ । SIR নিয়েও রাজ্য সরকারকে তুলোধোনা বিরোধী দলনেতার।