
Suvendu Adhikari: সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারীর বিকৃত ছবি পোস্ট তৃণমূলের তৃণাঙ্কুর ভট্টাচার্যের । এবার তাঁর বিরুদ্ধে অ্যাকশনে নামল শুভেন্দু অধিকারী। শুভেন্দু জানায় 'সরাসরি আমার আস্থায় আঘাত, এর ফল ওকে ভুগতে হবে'। তিনি আরও জানান 'মুখে কিছু বলব না আইনি পথে করে দেখাব'।