Suvendu on Bangladesh : 'শেখ হাসিনা (Sheikh Hasina) বীরের বেশে প্রধানমন্ত্রী রুপে বাংলাদেশে (Bangladesh) ফিরবে', 'মোল্লা ইউনুসের (Muhammad Yunus) দেশ ছেড়ে পালানোর সময় এসেছে' মুর্শিদাবাদের জনসভা থেকে দাবি শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। পাশাপাশি বললেন বাংলাদেশে ভেঙ্গে যাওয়া হিন্দু মন্দির আবার গড়ে দেবে ভারত সরকার।