
SIR West Bengal News: মালদার (Malda) সামসিতে BLA-2 কর্মীদের সভায় বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের রহিম বক্সির। বিজেপি (BJP) নেতাদের জুতো দিয়ে মারার নিদান রহিম বক্সির। রোহিঙ্গা বা বাংলাদেশি থাকার অভিযোগও সম্পূর্ণ অস্বীকার করেন তৃণমূল নেতা। বিজেপি রহিম বক্সির কথার পাল্টা কটাক্ষ করে।