Hooghly News: নিজের সার্ভিস রিভলভার দিয়ে প্রাণ নেওয়ার চেষ্টা কনস্টেবলের। ঘটনাটি ঘটে হুগলির (Hooghly) চুঁচুড়া (Chinsurah) হাসপাতালে পুলিশ লকআপে। আশঙ্কাজনক অবস্থায় কনস্টেবলকে আইসিইউতে ভর্তি করা হয়। সূত্রের খবর ৩ মার্চ তাঁর বিয়ে আজই ছুটিতে বাড়ি যাওয়ার কথা ছিল। কেন এমন পদক্ষেপ তা খতিয়ে দেখছে পুলিশ।