SIR West Bengal News: SIR-এর আবহে বসিরহাটে (Basirhat) ঘটল আঁতকে ওঠা ঘটনা। ভারতীয় জিয়াদ আলীর নামে বাবা সাজিয়ে নথি বানিয়েছে এক বাংলাদেশি (Bangladeshi)। ভোটার লিস্টে এইরকম কারচুপি দেখে হতবাক জিয়াদ। অভিযোগ, থানায় ও ব্লক অফিসে অভিযোগ করেও মেলেনি কোনও সাহায্য। SIR শুরু হতেই ফের অভিযোগ জানিয়েছেন জিয়াদ।