আড্ডার শুরুতেই বিয়াসের বিদ্রোহ-পঞ্চমী থেকে শ্যুট নয়। ছোট্ট বিয়াসের কথায় হাসি চাপা দায় সৌমি ও ভাবনার। 'কড়ি খেলা' সিরিয়ালে বিয়াসের সঙ্গেই রয়েছে সৌমি ও ভাবনা। পুজোর আড্ডায় একে অপরে শেয়ার করল নানা মুহূর্ত। উঠে এল শ্যুটিং-এর প্রথম দিন থেকে এখনকার কথা। বিয়াস থেকে সৌমি-ভাবনা শেয়ার করলেন পুজোর ডায়েট প্ল্যান। তবে সেটা-কে ডায়েট প্ল্যান না বলে ভুরিভোজ প্ল্যান বলাটাই শ্রেয়। ডায়েটে খুব একটা বিশ্বাসী নন সৌমি, পেটপুরে খেয়ে দিব্যি রয়েছে তাঁর ফিগার। ভাবনা আবার রোগা হওয়ার চক্করে একটা সময় চিংড়ি সিদ্ধ খেতেন। বিয়াসের আবার প্রেম ফুচকার সঙ্গে, ৬০ ফুচকা নিমেষে খেতে পারে সে।
আড্ডার শুরুতেই বিয়াসের বিদ্রোহ-পঞ্চমী থেকে শ্যুট নয়। ছোট্ট বিয়াসের কথায় হাসি চাপা দায় সৌমি ও ভাবনার। 'কড়ি খেলা' সিরিয়ালে বিয়াসের সঙ্গেই রয়েছে সৌমি ও ভাবনা। পুজোর আড্ডায় একে অপরে শেয়ার করল নানা মুহূর্ত। উঠে এল শ্যুটিং-এর প্রথম দিন থেকে এখনকার কথা। বিয়াস থেকে সৌমি-ভাবনা শেয়ার করলেন পুজোর ডায়েট প্ল্যান। তবে সেটা-কে ডায়েট প্ল্যান না বলে ভুরিভোজ প্ল্যান বলাটাই শ্রেয়। ডায়েটে খুব একটা বিশ্বাসী নন সৌমি, পেটপুরে খেয়ে দিব্যি রয়েছে তাঁর ফিগার। ভাবনা আবার রোগা হওয়ার চক্করে একটা সময় চিংড়ি সিদ্ধ খেতেন। বিয়াসের আবার প্রেম ফুচকার সঙ্গে, ৬০ ফুচকা নিমেষে খেতে পারে সে।