বিয়ের পর প্রথম সিঁদুর খেলা বলে কথা। চালতাবাগানে টিলউড তারকাদের সঙ্গে তাই মন খুলে সিঁদুর খেললেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান। মণ্ডপে নববধূর সাজে তখন নুসরতের থেকে চোখ ফেরানো যাচ্ছিল না। পাশে পাজামা-পাঞ্জাবিতে হাজির ছিলেন স্বামী নিখিল জৈনও। নুসরতের দুর্গা পুজোয় শামিল হওয়া নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে নানা মহলে। ফতোয়া জারি করেছে কট্টরপন্থীরা। সেই সব বিতর্ক উপেক্ষা করেই সিঁদুরে রাঙা হলেন সুন্দরী নায়িকা।
বিয়ের পর প্রথম সিঁদুর খেলা বলে কথা। চালতাবাগানে টিলউড তারকাদের সঙ্গে তাই মন খুলে সিঁদুর খেললেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান। মণ্ডপে নববধূর সাজে তখন নুসরতের থেকে চোখ ফেরানো যাচ্ছিল না। পাশে পাজামা-পাঞ্জাবিতে হাজির ছিলেন স্বামী নিখিল জৈনও। নুসরতের দুর্গা পুজোয় শামিল হওয়া নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে নানা মহলে। ফতোয়া জারি করেছে কট্টরপন্থীরা। সেই সব বিতর্ক উপেক্ষা করেই সিঁদুরে রাঙা হলেন সুন্দরী নায়িকা।