আগ্রায় গিয়ে সেনা প্রশিক্ষণ নিয়েছিলেন সবার প্রিয় মাহি। সেই কথা ধোনির ভক্তদের অজানা নয়। কিন্ত সেই সময় ঠিক কি কি করতে হয়েছিল তাঁকে, তা জানলে চোখ কপালে উঠবে সবার। সেই সময় ব্যাটের বদলে তাঁর হাতে যেমন উঠেছিল বন্দুক ঠিক তেমনই তাঁকে ঝাঁপ দিতেও হয়েছিল বায়ুসেনার বিমান থেকে। অবশ্য পিঠে বাঁধা ছিল প্যারাশুট তবে তাতে কি এসে যায় ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অভিনায়ককে এই ভাবে দেখতে একটু অন্যরকমই লাগবে। খেলার মাঠে ব্যাট হাতে নীল বা হলুদ জার্সিতে তাঁকে দেখতেই আমরা অনেকবেশি অভ্যস্ত সেখানে প্যারা ট্রুপারদের পোশাকে এ যেন এক অন্য মাহি।