আজ আইপিএলে মুখোমুখি লড়বে রোহিত শর্মার দল মুম্বই ও স্মিথের দল রাজস্থান। আজ খেলা হবে শেখ জায়েদ স্টেডিয়ামে। রোহিত শর্মার দল মুম্বই আগে মোট তিনটি ম্যাচে জয়ী হয়েছে। আগে দুটি ম্যাচে জয়ী হতে পারেনি এই দল। প্রথম ম্যাচে হার দিয়েই শুরু হয়েছিল তাদের। সেই ম্যাচে চেন্নাইয়ের কাছে ৫ উইকেটে হেরে গিয়েছিল এই দল। পরের ম্যাচ ছিল কেকেআর -এর সঙ্গে। সেই ম্যাচে ৪৯ রানে জয়ী হয়েছিল তারা। তৃতীয় ম্যাচে আবারও হার হয় তাদের। ব্যাঙ্গালোরের কাছে অবশ্য ওভারে হেরে গিয়েছিল তারা। এর পরের দুটি ম্যাচে অবশ্য জয়ী হয়েছিল তারা। পঞ্জাবের সঙ্গে পরের ম্যাচে ৪৮ রানে জয়ী হয়েছিল মুম্বই। তার পরের ম্যাচেও হায়দরাবাদকে হারিয়ে ৩৪ রানে জয়ী হয়েছিল তারা। অন্যদিকে রাজস্থানও কম যায়না। স্মিথের দল রাজস্থান আগে দুটি ম্যাচে জয়ী হয়েছে। প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু হয়েছিল তাদের। সেই ম্যাচে চেন্নাইকে হারিয়ে জয়ী হয়েছিল তারা। সেই ম্যাচে ১৬ উইকেটে জয়ী হয়েছিল তারা। দ্বিতীয় ম্যাচেও পঞ্জাবকে হারিয়ে জয়ী হয়েছিল এই দলই। সেই ৪ উইকেটে জয়ী হয়েছিল এই দল। তবে তার পরের দুটো ম্যাচে আর জয়ী হতে পারেনি স্টিভ স্মিথের দল। তাই এবার আবারও জিততে চাইবে এই দল। তবে মুম্বই ইন্ডিয়ান্সের থেকে রাজস্থান কিছুটা হলেও কম শক্তিশালী। তাই মুম্বইকে হারতে ও তৃতীয়বার জিততে প্রস্তুত হয়েই মাঠে নামবে স্মিথের দল। দুই দলেরই জেতার সম্ভবনা থেকেই যাচ্ছে। এখন এটাই দেখার কোন দল জেতে আজকের ম্যাচ।