আজ আইপিএলে আবারও দুটি ম্যাচে খেলা। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি লড়াইয়ে মাঠে নামছে পঞ্জাব বনাম হায়দরাবাদ। দ্বিতীয় ম্যাচ হবে দুবাই ইন্টারন্যাশানাল স্টেডিয়ামে। ম্যাচ শুরু হবে ৭.৩০ মিনিট থেকে। দুই দলই আগে মোট চারটি ম্যাচে জয়ী হয়েছে। তাই দুই দলই এখন সমানে সমানে। দ্বিতীয়বার আবারও দুই দল মুখোমুখি লড়াইয়ে মাঠে নামছে। আগের ম্যাচে পঞ্জাবকে হারিয়ে জয়ী হয়েছিল হায়দরাবাদ। সেই ম্যাচে ৬৯ রানে জয়ী হয়েছিল হায়দরাবাদ। তাই আশা করাই যায় এই ম্যাচে হায়দরাবাদকে হারাতে চাইবে পঞ্জাব। আজ তাই আরও এক হাড্ডাহাড্ডি লড়াই দেখবে ক্রিকেটপ্রেমীরা। এখন এটাই দেখার আজকের এই ম্যাচ জিতে কোন দল এগিয়ে যায় আরও এক ধাপ।