আন্তর্জাতিক ক্ষেত্রে আরও এক সোনা জয় অ্যাথলেট হিমা দাসের। চেক রিপাবলিকে হওয়া প্রতিযোগিতায় তিনি এই সোনা জেতেন। এই নিয়ে গত কয়েক দিনে আন্তর্জাতিক স্তরে চতুর্থ সোনা জয় করলেন। এদিকে, ভারতীয় ক্রিকেট দল পরের মাসে ওয়েস্ট ইন্ডিজ ট্যুুরে যাচ্ছে। কিছু সিনিয়র প্লেয়ার ওয়েস্ট ইন্ডিজ ট্যুরের জন্য তাঁদের পাওয়া যাওয়ার কথা ঘোষণা করলেও এখনও কিছু সিনিয়র প্লেয়ার এই নিয়ে চূড়ান্ত কিছু জানাননি। এদের মধ্যে রয়েছেন ধোনি, হার্দিক পাণ্ডিয়া,জসপ্রীত বুমরাহ। এরা নানা কারণে ক্যারিবিয়ান সফর বাতিল করতে পারেন। অন্যদিকে কোহলি ও রোহিত শর্মা জানিয়েছেন, কোহলি ও রোহিত ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে একটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-২০ খেলবেন।