অর্জুন সম্মানে সম্মানিত হলেন মহিলা ক্রিকেটের নক্ষত্র স্মৃতি মান্ধনা এবং জাতীয় টেনিস তারকা রোহান বোপান্না। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী কিরণ রিজিজু এই দুই জনের হাতে অর্জুন সম্মান তুলে দেন। পঞ্চকুলা স্টেডিয়ামে এবার বসছে জাতীয় জুনিয়র ব্যাডমিন্টনের আসর। এই প্রতিযোগিতার সঙ্গে সঙ্গে এবার ঠিক হয়েছে যে এখন থেকে জাতীয় জুনিয়র ব্যাডমিন্টনের শিবির এই পঞ্চকুলা-তেই হবে। ভবিষ্যতে সাইনা নেওয়াল, কিদম্বরী শ্রীকান্ত এবং পি ভি সিন্ধুদের মতো আরও তারকা ও প্রতিভাবন খেলোয়াড়দের তুলে আনা যায় সে ব্যাপারে এই শিবিরে নজর দেওয়া হবে। এদিকে, জোর খবর ম্যানচেস্টার ইউনাটেড ছাড়তে চলেছেন পল পোগবা।