আজ আইপিএলে দ্বিতীয় ম্যাচে মুখেমুখি লড়বে দিল্লি বনাম মুম্বই। খেলা হবে শেখ জায়েদ স্টেডিয়ামে। খেলা শুরু হবে ৭.৩০ মিনিট থেকে। এবার দুর্দান্ত পারফরমেন্স দিল্লির। একের পর এক ম্যাচে জিতছে তারা। একটি ম্যাচ বাদে সব ম্যাচেই জয়ী হয়েছে তারা। সেই ম্যাচে দিল্লিকে হারিয়ে ১৫ রানে জয়ী হয়েছিল হায়দরাবাদ। তাই তাদের আরও একবার জেতার সম্ভবনা থেকেই যাচ্ছে। অন্যদিকে রোহিত শর্মার দল মুম্বইও কম যায়না। এর আগে মোট চারটি ম্যাচে জয়ী হয়েছে তারা। দুটি ম্যাচে জিততে পারেনি এই দল। একটি ম্যাচে কলকাতা তাদের হারিয়ে ৪৯ রানে জয়ী হয়েছিল। আর তার পরের ম্যাচেই রাজস্থানের কাছে সুপার ওভারে হেরে গিয়এছিল তারা। তাই এই ম্যাচে দুই দলই চাইবে আরও একবার জিততে। আর এই রুদ্ধশ্বাস লড়াই দেখতে এখন অপেক্ষারত ক্রিকেট প্রেমিরা।