আজ আইপিএলে আবারও দুটি ম্যাচ। প্রথম ম্যাচে মুখেমুখি লড়বে পঞ্জাব বনাম কলকাতা। তাই মহানগরবাসীর উত্তেজনা আজ চরমে। খেলা হবে শেখ জায়েদ স্টেডিয়ামে। খেলা শুরু হবে ৩.৩০ মিনিট থেকে। এখনও পর্যন্ত পঞ্জাব মাত্র একটি ম্যাচেই জয়ী হয়েছে। ব্যাঙ্গালোরকে হারিয়ে সেই ম্যাচে ৯৭ রানে জয়ী হয়েছিল পঞ্জাব। অন্যদিকে এবার দুর্দান্ত খেলছে কেকেআর। আগে মোট তিনটি ম্যাচে জয়ী হয়েছে তারা। প্রথমে হার দিয়েই শুরু হয়েছিল তাদের। এর পরের দুটো ম্যাচেই জয় হয় তাদের। তার পরের ম্যাচে দিল্লির কাছে হেরে যায় তারা। তবে এর আগের ম্যাচেই চেন্নাইকে হারিয়ে আবারও ১০ রানে জয়ী হয় তারা। তাই এবার আরও একবার জেতার আশা থেকেই যাচ্ছে তাদের। তবে পঞ্জাবও জেতার জন্য প্রস্তুত হয়েই মাঠে নামবে আজ। কেকেআর কে হারিয়ে তারা চাইবেই নিজেদের প্রমাণ করতে। এখন এটাই দেখার কোন দল জেতে আজকের ম্যাচ।