আজ আইপিএলে মুখোমুখি লড়বে ব্যাঙ্গালোর বনাম কলকাতা। খেলা হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে। ব্যাঙ্গালোর এর আগে মোট ৪টি ম্যাচে জয়ী হয়েছে। দুটি ম্যাচে তারা জিততে পারেনি। একটি ম্যাচে শ্রেয়াসের দলের কাছে হেরে গিয়েছিল তারা। আর একটি ম্যাচে পঞ্জাবের কাছে হেরে গিয়েছিল বিরাটের দল। অন্যদিকে কলকাতাও এবার ভালোই খেলছে। তারাও চারটি ম্যাচে জয়ী হয়েছে। ব্যাঙ্গালোর মত কলকাতাও একটি ম্যাচে শ্রেয়াসের দলের কাছে হেরে গিয়েছিল। অন্য ম্যাচে তারাও পঞ্জাবের কাছে হেরে গিয়েছিল। দুই দল এখন তাই সমানে সমানে। তাই আজ লড়াই হবে হাড্ডাহাড্ডি। দুই দলের লড়াইয়ে কে জেতে আজকের ম্যাচ সেটাই দেখার।