আজ আইপিএলে আরও এক রুদ্ধশ্বাস ম্যাচ। এবার আইপিএলে চমক যেন কাটছেই না। একের পর এক হাড্ডাহাড্ডি লড়াই চলছে এই সিজিনে। আরও একবার মুখোমুখি লড়াইয়ে নামছে কলকাতা বনাম ব্যাঙ্গালোর। খেলা হবে শেখ জায়েদ স্টেডিয়ামে। কিছু দিন আগেই কিছুটা চাপের মুখেই কলতাকার অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন দিনেশ কার্তিক। তার পরে ক্যাপটেন হিসাবে দল যোগ দিয়েছেন ইয়ন মর্গ্যান। আগে মোট ৫টি ম্যাচে জয়ী হয়েছে কলকাতা। আরসিবি -এর সঙ্গে আগে একটি ম্যাচে হার হয়েছিল কলকাতার। সেই ম্যাচে অধিনায়ক হিসাবে ছিলেন দিনেশ কার্তিক। আর এই ম্যাচে বিরাটের বিরুদ্ধে লড়বে ইয়ন মর্গ্যান। সেই ম্যাচে ৮২ রানে জয়ী হয়েছিল আরসিবি। আবারও এই দুই দল এক সঙ্গে মাঠে নামছে। তাই এই ম্যাচে কলকাতা চাইবেই নিজেকে প্রমান করতে। অন্যদিকে ব্যাঙ্গালোর আগে মোট ৬টি ম্যাচে জয়ী হয়েছে। তাই দুই দলই এখন প্রায় সমানে সমানে। তাই আজ আরও এক হাড্ডা হাড্ডি লড়াই দেখতে পাবে দর্শকরা, তা আর বলার অপেক্ষা রাখেনা। তাই দুই দলেরই জেতার সম্ভবনা এখন প্রায় সমানে সমানে। এখন এটাই দেখার কোন দল জেতে আজকের ম্যাচ।