আজ আইপিএলে মুখোমুখি লড়াইয়ে নামতে চলেছে ধোনির চেন্নাই সুপার কিংস বনাম শ্রেয়াস আইয়ার -এর দিল্লি ক্যাপিটালস। প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচে চেন্নাইয়ের মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস। অন্যদিকে প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচে রাজস্থানের কাছে হার শিকার করতে হয় ধোনির দলকে। প্রথম ম্যাচে পঞ্জাবকে ৪ বলে হারিয়ে দেয় দিল্লি ক্যাপিটালস। জয় দিয়ে শুরু হওয়ায় এখন আত্মবিশ্বাসী দিল্লি ক্যাপিটালস। প্রথম ম্যাচে ৫ উইকেটে জিতেছিল চেন্নাই। কিন্তু দ্বিতায় ম্যাচে হেরে গিয়ে এখন জোর কদমে চলছে প্রস্তুতি। তবে শ্রেয়াস আইয়ার -এর দলও কোনও অংশে কম যায়না। প্রথম ম্যাচে জিতে আত্মবিশ্বাস বেড়ে যাওয়ায় তারাও নিজেদের মত করে প্রস্তুতি নিচ্ছে এই ম্যাচেও জয়ী হওয়ার কথা ভেবেই। এখন এটাই দেখার অপেক্ষা আজকে কার মাথায় ওঠে জয়ের মুকুট।