আজ আইপিএলে মুখোমুখি লড়বে স্মিথ বনাম শ্রেয়াস। খেলা হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে। আজ আরও এক মেগা ফাইট দেখতে চলেছে ক্রিকেট প্রেমীরা। প্রথম দুই ম্যাচে পর পর জিতেছিল স্মিথের দল রাজস্থান। তবে পরের তিনটি ম্যাচে স্মিথের দল ভালো খেলতে পারেনি। পরের তিনটি ম্যাচেই হার হয়েছিল তাদের। অন্যদিকে শ্রেয়াসের দল দিল্লি ক্যাপিটালস একের পর এক ম্যাচে মাত দিচ্ছে। এখনও পর্যন্ত একটি ম্যাচ ছাড়া সব ম্যাচেই জয় হয়েছে তাদের। তাই তাদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। সেই ম্যাচে হায়দরাবাদের কাছে হেরে গিয়েছিল তারা। তাই শ্রেয়াসের দলের আরও একবার জেতার সম্ভবনা থেকেই যাচ্ছে। তবে স্মিথের দলও চাইবে নিজেদের প্রমাণ করতে। আজকের ম্যাচে তার আরও একবার জিততে চাইবেই। তবে তাদের প্রধান দুর্বলতা এখন বেন স্টোক। তাই বেন স্টোক ফিরলে রাজস্থান যে আবার উঠে দাঁড়াবে তা আর বলার অপেক্ষা রাখেনা। তবে দুই শক্তিশালী দলের ম্যাচ জেতার লড়াই হবে আজ হাড্ডাহাড্ডি।