আজ আইপিএলে মুখোমুখি লড়াইয়ে মাঠে নামছে কলকাতা বনাম মুম্বই। খেলা হবে শেখ জায়েদ স্টেডিয়ামে। দুই দলই এবার বেশ ভালোই খেলছে। তাই দুই দলই এখন অনেকটাই আত্মবিশ্বাসী। রোহিত শর্মার দল আগে ৫টি ম্যাচে জয়ী হয়েছে। অন্যদিকে দীনেশ কার্তিকের দল কেকেআর জয়ী হয়েছে মোট ৪টি ম্যাচে। তাই দুই দলই এখন প্রায় সমানে সমানে। এই ম্যাচে দুই দলই চাইবে আরও একবার জিততে। তাই আজ লড়াই হবে হাড্ডাহাড্ডি। দুই দলেরই জেতার সম্ভবনা থেকেই যাচ্ছে। মহানগরবাসী চাইবেই আরও একবার জিতুক কলকাতা। তবে কে জিতবে আজকের ম্যাচ তা জানতেই এখন অপেক্ষারত ক্রিকেট প্রেমিরা।