আজ আইপিএলে মুখোমুখি লড়াইয়ে নামতে চলেছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স ও কেএল রাহুলের কিংস ইলেভেন পঞ্জাব। আজ খেলা হবে শেখ জায়েদ স্টেডিয়ামে। তিনটি ম্যাচের মধ্যে এর আগে দুই দলই একটি করে ম্যাচে জয়ী হয়েছিল। কেকেআর -এর দলকে হারিয়ে ৪৯ রানে জয়ী হয়েছিল মুম্বই। অন্যদিকে আরসিবি -এর দলকে হারিয়ে জয়ী হয়েছিল পঞ্জাব। শেষ ম্যাচে দুই দলেরই রান ছিল ২০০ -র ওপর। শুধু তাই নয় আগের ম্যাচেই বিরাটের দল ব্যাঙ্গালোরের বিরুদ্ধে চাই করে ফেলেছিল মুম্বই। কিন্তু সুপার ওভারে হেরে যায় তারা। সেই কারণেই তারা তাদের ব্যাটিং নিয়ে আত্মবিশ্বাসী। অন্যদিকে ব্যাটিংয়ে কেএল রাহুল একাই একশো। এবার এই ম্যাচে তাই লড়াই হবে হাড্ডাহাড্ডি। দুই দলই চাইবে দ্বিতীয়বার জিততে। তাই দুই দলই আজ মাঠে নামবে প্রস্তুত হয়েই। এখন এটাই দেখার অপেক্ষা আজকে কার মাথায় ওঠে জয়ের মুকুট।