রিয়োতে রুপোর পর টোকিওতে ব্রোঞ্জ জয় সিন্ধু -র। পিভি সিন্ধুর হাত ধরে ব্রোঞ্জ এল ভারতের ঘরে। অলিম্পিক্স জয়ের জন্য বহু মানুষ উৎসাহিত করেছে তাঁকে। অলিম্পিক্সে ব্রোঞ্জ নিয়ে দেশে ফিরলেন সিন্ধু। হায়দরাবাদ বিমানবন্দরে পিভি সন্ধু। সেখানে তাঁকে রাজকীয় অভ্যর্থনা সিন্ধুকে। পুস্প স্তবক দিয়ে সেখানে তাঁকে শুভেচ্ছা জানান হয়।
রিয়োতে রুপোর পর টোকিওতে ব্রোঞ্জ জয় সিন্ধু -র। পিভি সিন্ধুর হাত ধরে ব্রোঞ্জ এল ভারতের ঘরে। অলিম্পিক্স জয়ের জন্য বহু মানুষ উৎসাহিত করেছে তাঁকে। অলিম্পিক্সে ব্রোঞ্জ নিয়ে দেশে ফিরলেন সিন্ধু। হায়দরাবাদ বিমানবন্দরে পিভি সন্ধু। সেখানে তাঁকে রাজকীয় অভ্যর্থনা সিন্ধুকে। পুস্প স্তবক দিয়ে সেখানে তাঁকে শুভেচ্ছা জানান হয়।