এক সঙ্গে শরীরচর্চা করতে দেখা গেল বিরাট কোহলী ও অনুষ্কা শর্মাকে। আরসিবি-র ক্রিকেটাররা যে হোটেলে রয়েছেন সেখানেই দেখা গেল দু'জনকে। অনুষ্কার সঙ্গে শরীরচর্চার ভিডিও প্রকাশ্যে এনেছেন বিরাট কোহলী।
এক সঙ্গে শরীরচর্চা করতে দেখা গেল বিরাট কোহলী ও অনুষ্কা শর্মাকে। আরসিবি-র ক্রিকেটাররা যে হোটেলে রয়েছেন সেখানেই দেখা গেল দু'জনকে। অনুষ্কার সঙ্গে শরীরচর্চার ভিডিও প্রকাশ্যে এনেছেন বিরাট কোহলী। ছবির ক্যাপশনে বিরাট লিখেছেন ‘প্রিয়তমার সঙ্গে আমার প্রিয় জায়গায়’। ভিডিওয় বিরাট এবং অনুষ্কা দু'জনকেই ভার তুলতে দেখা গিয়েছে। ভিডিওয় দেখা গিয়েছে বিরাট কোহলি জিমে ওজন তুলছেন। বিরাটের পাশে অল্প ওজন তুলতে দেখা গিয়েছে অনুষ্কা শর্মাকে। এর আগেও একসঙ্গে দু'জনকে একসঙ্গে দেখা গিয়েছে জিম করতে। এবার আরও একবার তেমনই ভিডিও উঠে এল সোশ্যাল মিডিয়ার হাত ধরে। ভিডিওটি ইতিমধ্যেই নজর কেড়েছে বিরাট এবং অনুষ্কার ভক্তদের। ফিট থাকতে বিরাট এবং অনুষ্কা কী করেন সেই ছবি ভাগ কর নিয়েছেন তাঁরা নেটিজেনদের সঙ্গে। দু'দিনের মধ্যে ভিডিওটিতে ২৬ লক্ষ লাইক পড়েছে এবং ১৩ হাজারেরও বেশি কমেন্ট দেখা গিয়েছে।