বসিরহাটের তৃণমূলে ভাঙন । দুশো তৃণমূল কর্মী যোগ দিলেন বিজেপিতে। বসিরহাট মহকুমার বসিরহাট পৌরসভা ১৫নং ওয়ার্ডের মৈত্র বাগান এলাকায় একটি পথ সভার আয়োজন হয়েছিল। সেই সভাতেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তাঁরা। সেখানে তাঁদের হাতে দলীয় পতাকাও তুলে দেওয়া হয়। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি তারক ঘোষ, বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপি নেতা পার্থসারথী বোস কাবাব। এছাড়াও সেখানে দলের একাধিক নেতৃত্বরা উপস্থিত ছিলেন। বসারহাটে বিজেপি আরও শক্তিশালী হল বলেই অনুমান। ভোটের আগে এই যোগদান বিজেপিকে আরও শক্তিশালী করছে বলেই অনুমান।