এবার ভাঙন আইএসএফ -এ। আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ দিলেন হাজি মহম্মদ। আইএসএফ -এর ভাইস প্রেসিডেন্ট ছিলেন হাজি মহম্মদ। হাজি মহম্মদ সহ আরও দু'জন যোগ দিলেন তৃণমূলে। তাঁদের মধ্যে রয়েছেন, আব্দুল মেনন এবং আব্দুল মাহবুদ। ববি হাকিমের হাত ধরে তাঁরা তৃণমূলে যোগ দিলেন। 'বাংলায় আইএসএফ বলে আর কিছুই থাকল না', এমনটাই বলতে শোনা গেল ফিরহাদ হাকিমকে। তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন ফিরহাদ হাকিম।