উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহর সংলগ্ন কাশিবাটী গ্রামের বাসিন্দা উত্তরবঙ্গের প্রোথিতযশা লোকসংগীত শিল্পী তরণী মোহন বিশ্বাস। ভোটের বাজারে গান বেঁধেছেন তিনি। 'খেলা চাইনা চাকরি চাই', গান গেয়ে উন্নয়নের আবেদন তাঁর। গানের কথায় রয়েছে রাম থেকে টুম্পাসোনাও। রাজনৈতিক দলগুলির কাছে তাঁর একটাই আবেদন। বেকার যুবকদের কর্মসংস্থান এবং উন্নয়ন। সেই সবটাই বুঝিয়া দিলেন গানের কথা দিয়ে।