কৃষ্ণনগর উত্তরে জমে গিয়েছে ভোটের লড়াই। সবার আগে এই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছিল তৃণমূল কংগ্রেস। ফলে সকলেই জানতে পেরেছিলেন তৃণমূল প্রার্থী এই আসনে অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়। পরে বিজেপি এই আসনে মুকুল রায়-এর নাম প্রার্থী হিসাবে ঘোষণা করতেই আক্রমণ শুরু করেন কৌশানি। ভোটের ময়দানে কৌশানির আগ্রাসন নিয়ে অনেক বিতর্ক-ই হয়েছিল। যদিও, মুকুল রায় এসবে আমল দিতে চাননি। তিনি বারবারই বলেছেন রাজনৈতিক সৃষ্টাচার ছাড়ানোটা উচিত নয়। তবে কৌশানি তাঁর মেয়ের মতোই, সুতরাং আক্রমণাত্মক উক্তি নিয়ে কিছু মনে করছেন না। তবে, কৌশানি বুঝিয়ে দিচ্ছেন বিরোধী হেভিওয়েট প্রার্থীরপ শান্ত চালে তিনি মজতে রাজি নন। তিনি রীতিমতো আক্রমণ শানিয়ে যাচ্ছেন। ১৭ এপ্রিল তিনি ফের একবার প্রচারে ঝড় তোলার চেষ্টা করলেন তৃণমূল সাংসদ দেব এবং তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষকে এনে। দেব এবং কুণাল প্রত্যাশিতভাবেই কৌশানির পক্ষে সওয়াল করেন এবং বিরোধী প্রার্থীদের আক্রমণ করেন। দেব তাঁর বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে তুলে ধরেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নেতৃত্বে রাজ্যে প্রভূত উন্নয়ন হয়েছে বলেও দাবি করেন।